স্থায়ী পর্যবেক্ষক দেশ হিসেবে রাশিয়ার পদ স্থগিত করলো ওএএস
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
যুক্তরাষ্ট্রঃ আমেরিকান রাষ্ট্রগুলোর সংগঠন (ওএএস) একটি স্থায়ী পর্যবেক্ষক দেশ হিসেবে দায়িত্ব পালন করা রাশিয়ার পদ বৃহস্পতিবার স্থগিত করেছে। মস্কো ইউক্রেন থেকে তাদের সৈন্য প্রত্যাহার ও ‘দেশটির শত্রুতা’ বন্ধ না করা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। খবর এএফপি’র।এ আঞ্চলিক ব্লকের নির্বাহী কমিটি স্থায়ী পরিষদ সক্রিয় ৩৪ সদস্যের মধ্যে ২৫ ভোট এমন প্রস্তাবের পক্ষে পড়ায় তারা তা গ্রহণ করে। এ প্রস্তাবের বিপক্ষে কোন ভোট পড়েনি। তবে এক্ষেত্রে আটটি সদস্য দেশ ভোটদানে বিরত থাকে।এ প্রস্তাবে বলা হয়, ওএএস ‘দ্রুততার সাথে’ রাশিয়ার পর্যবেক্ষকের পদ বাতিল করে। মস্কো ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনের সীমান্ত থেকে তাদের সামরিক বাহিনী ও সরঞ্জামাদি প্রত্যাহার এবং দেশটির সরকারের শত্রুতা বন্ধ করা ও সংলাপ এবং কূটনীতির পথে ফিরে না আসা পর্যন্ত এ পদক্ষেপ কার্যকর থাকবে।প্রস্তাবে বলা হয়, মস্কো এসব শর্ত পূরণ করলে এ পদে ফের বহাল হতে পারবে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন বলেন, ‘যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ গ্রহণকে স্বাগত জানাচ্ছে’। তিনি আরো বলেন, ‘ওএএসের আজকের পদক্ষেপ ইউক্রেনকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে।ব্লিনকেন বলেন, ‘আমেরিকাসের অধিকাংশ দেশ রাশিয়ার বিবেকবর্জিত যুদ্ধ বন্ধে, তাদের দেশের সৈন্য প্রত্যাহারে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে ক্রেমলিনের প্রতি আহ্বান জানিয়েছে।রাশিয়ার ইউক্রেন আগ্রাসন প্রশ্নে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে ইতোমধ্যে রাশিয়াকে বাদ দেয়া হয়েছে।