সংসদের মুলতবি বৈঠক শুরু

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ১০ জুন শুরু হয়ে ১৫ জুন সম্পূরক বিল পাস হয়।এরপরই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৩ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন।করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় এই সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরো সংক্ষিপ্ত করা হয়।সাত দিন বিরতির পর চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। আগামী ৩০ জুন অর্থ বছরের বাজেট পাস হবে।মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

একের পর এক এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় এবার এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ।সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন সদস্যকে নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন।জানা যায়,সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত।এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন।২১ জুন পর্যন্ত ১৫ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে।

You might also like