চট্টগ্রাম টেস্ট: ৩৯৭ রানে অলআউট শ্রীলংকা
স্পোর্টস ডেস্ক
সত্যবাণী
চট্টগ্রাম: বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হলো সফরকারী শ্রীলংকা। ১৯৯ রানে আউট হলেন শ্রীলংকার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৮ রান করেছিলো শ্রীলংকা। সেঞ্চুরি তুলে ১১৪ রানে অপরাজিত ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। অপরাজিত ৩৪ রান করেছিলেন দিনেশ চান্ডিমাল।দ্বিতীয় দিনের প্রথম সেশনে চান্ডিমালকে ৬৬ রানে ও উইকেটরক্ষক নিরোশান ডিকবেলাকে ৩ রানে বিদায় করেন বাংলাদেশের অফ-স্পিনার নাইম হাসান। আর দ্বিতীয় সেশনে রমেশ মেন্ডিসকে ১ ও লাসিথা এম্বুলদেনিয়াকে খালি হাতে বিদায় করেন সাকিব আল হাসান। আসিথা ফার্নান্দোকে ১ রানে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মত পাঁচ উইকেট পূর্ণ করেন নাইম। আর শেষ ব্যাটার হিসেবে ম্যাথুজকে ১৯৯ রানে আউট করেন নাইম। ৩৯৭ বলে ১৯টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান ম্যাথুজ। বাংলাদেশের নাইম ১০৫ রানে ৬ উইকেট নেন। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া সাকিব ৩টি ও তাইজুল ১টি উইকেট শিকার করেন।