তামিম-জয়ের নৈপুণ্যে দুর্দান্ত সেশন বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
সত্যবাণী
চট্টগ্রাম: দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং নৈপুন্যে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটি দারুন কাটলো বাংলাদেশের। ৪৭ ওভারে বিনা উইকেটে ১৫৭ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে টাইগাররা।১৩৪ বলে ৯টি চারে অপরাজিত ৫৮ রান করেছেন জয়। আর ১০টি চারে ১৫২ বলে ৮৯ রানে অপরাজিত আছেন তামিম।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয় শ্রীলংকা। অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৯৯ রানে আউট হন।জবাবে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৭৬ রান করেছিলো বাংলাদেশ। জয় ৩১ ও তামিম ৩৫ রানে অপরাজিত ছিলেন।