প্রাপ্তবয়স্কদের সোশ্যাল কেয়ার চার্জ সম্পর্কে আপনার অভিমত জানান

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ কমিউনিটি ভিত্তিক এডাল্ট সোশ্যাল কেয়ার সার্ভিসগুলোর ব্যয় নির্বাহে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা কি পরিমাণ অর্থ প্রদান করবেন,তা নিরূপনের পন্থায় পরিবর্তন আনার প্রস্তাবণার ওপর কাউন্সিল এখন গণপরামর্শ কার্যক্রম শুরু করেছে। প্রাপ্ত বয়স্কদের জন্য প্রদত্ত সোশ্যাল কেয়ার সার্ভিসগুলোর মধ্যে রয়েছে, কোন ব্যক্তিকে তার ঘরে গিয়ে পরিচর্যা সেবা প্রদান,ডে কেয়ার সেন্টারে পরিচর্যা সেবা প্রদান এবং কাউন্সিলের কাছ থেকে ডিরেক্ট পেমেন্টে পরিচর্যা সেবা ক্রয়।

কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,অন্যান্য সকল কাউন্সিলের মতো আমরাও উল্লেখযোগ্য আর্থিক চাপের মুখোমুখি হচ্ছি।আমরা যে পরিবর্তনগুলো প্রস্তাব করছি,তা একটি টেকসই সোশ্যাল কেয়ার সার্ভিস অব্যাহত রাখা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ সাশ্রয়ে সহায়তা করবে।বিস্তারিত জানতে এবং নিজের অভিমত তুলে ধরতে https://talk.towerhamlets.gov.uk/changes-to-adult-care-charges এই ওবেসাইট ভিজিট করুন।

You might also like