টেস্ট এন্ড ট্রেস: কিভাবে প্রতারণাকে চিহ্নিত করবেন

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ ভূয়া কন্টাক্ট ট্রেসারের প্রতারণার জালে ধরা না দিতে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং চ্যারিটি সংগঠনগুলো পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেস্ট এন্ড ট্রেসিং কাজে নিয়োজিত কর্মীরা কখনোই আপনার কাছে আর্থিক বিবরণ,পিন নাম্বার বা ব্যাংকিং পাসওয়ার্ড জিজ্ঞেস করবে না এবং ট্রেসাররা কখনোই আপনার হোম ভিজিট করবে না।

প্রবীণ বা অসহায় লোকজন বিশেষভাবে ঝুঁকিতে থাকতে পারেন। তাই, এটা সকলেরই জানা থাকা গুরুত্বপূর্ণ যে, সরকারি কন্টাক্ট ট্রেসাররা কিভাবে যোগাযোগ করবে।কিভাবে টেস্ট এন্ড ট্রেস কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এ ব্যাপারে কীভাবে সতর্ক থাকবেন,সেটা জানতে www.gov.uk/guidance/nhs-test-and-trace-how-it-works এই ওয়েবসাইট ভিজিট করুন।

You might also like