টাওয়ার হ্যামলেটসের মেয়র অফিসের প্রধান পদে এ্যামি ও উপ-প্রধান পদে আলীবর এর নিয়োগ লাভ

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র এর অফিসের প্রধান ও উপ-প্রধান পদে দুই জনকে নিয়োগ দিয়েছে কাউন্সিল। হেড অব দ্যা মেয়রস্ অফিস এবং ডেপুটি হেড অব দ্যা মেয়রস্ অফিস পদ দু’টি হচ্ছে কাউন্সিলের কর্পোরেট কাঠামো এবং প্রধান নির্বাহীর অফিসের অংশ।

হেড অব দ্যা মেয়রস্ অফিস অর্থাৎ মেয়রের অফিসের প্রধান হিসেবে নিয়োগ লাভ করেছেন ট্রেড ইউনিয়ন ‘ইউনাইট’ এর শীর্ষস্থানীয় কর্মকর্তা এ্যামি জ্যাকসন, এবং মেয়র অফিসের উপ-প্রধানের পদে নিয়োগ দেয়া হয়েছে টাওয়ার হ্যামলেটসেরই সাবেক কাউন্সিলর ও কেবিনেট মেম্বার আলিবর চৌধুরীকে। কাউন্সিলের কর্পোরেট নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করেই এই নিয়োগ চূড়ান্ত করা হয়।মেয়রের অফিসের হেড ও ডেপুটি হেড পদে নতুন এই নিয়োগ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “অ্যামি এবং আলিবর অত্যন্ত প্রতিভাবান এবং দক্ষ পেশাদার, যারা আমাদের বাসিন্দাদের জীবনকে আরো উন্নত করতে এবং টাওয়ার হ্যামলেটসকে অধিকতর উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমাদের চলমান অগ্রযাত্রায় সাহায্য করবেন৷ আমাদের একসঙ্গে অনেক কাজ করতে হবে।কাউন্সিলের চীফ এক্সিকিউটিভ উইল টাকলি বলেন, “মেয়র এবং কাউন্সিলের বৃহত্তর প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমাদের যথোপযুক্ত কর্পোরেট অবকাঠামো থাকা অপরিহার্য। মেয়র অফিসের প্রধান ও উপ-প্রধান পদে নিযুক্তরা আমাদের কৌশলগত পরিকল্পনার আওতায় মেয়রের অগ্রাধিকার সমূহ বাস্তবায়নের লক্ষ্যে তাঁর (মেয়র) সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

চীফ এক্সিকিউটিভ আরো বলেন, “এ্যামি এবং আলিবর প্রচুর জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে আসছেন এবং আমাদের নতুন প্রশাসনের লক্ষ্যসমূহ অর্জনে তাঁরা সাহায্য করবেন।”
হেড অব দ্যা মেয়রস্ অফিস পদে নিয়োগ লাভকারী এ্যামি জ্যাকসন একজন অভিজ্ঞ ম্যানেজার, কৌশলবিদ এবং দক্ষ ক্যাম্পেইনার, যিনি দীর্ঘদিন ধরে লেবার আন্দোলন এবং জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ওতোপ্রোতভাবে কাজ করছেন এবং সেখান থেকেই তিনি টাওয়ার হ্যামলেটসের টীমের সাথে যোগ দিচ্ছেন।ট্রেড ইউনিয়নিস্ট এ্যামি বৃটেনের বৃহত্তম ট্রেড ইউনিয়ন ‘ইউনাইট’ এর প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগে কাজ করেছেন। পরবর্তীতে তিনি ক্যাম্পেইন ও পলিটিক্স এর নানা ধাপে দায়িত্বশীল পদে কাজ করেন, যা মূলত তাঁকে পলিটিক্যাল ডিরেক্টর হিসেবে ওয়েস্টমিনস্টার এর কেন্দ্রস্থলের সাথে সম্পৃক্ত করে। তিনি তাঁর ক্যারিয়ারের বেশির ভাগ সময় ইউনিয়ন কার্যক্রমেই কাটিয়েছেন এবং লেবার পার্টির লীডারের সিনিয়র টিম এর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও ৪ বছর অত্যন্ত সাফল্যের সাথে কাজ করেছেন।টাওয়ার হ্যামলেটসের মেয়র অফিসের প্রধান হিসেবে নতুন দায়িত্বে নিয়োগ লাভের পর এ্যামি জ্যাকসন বলেন, “মেয়র লুৎফুর রহমান ও টাওয়ার হ্যামলেটস টীমের সদস্যদের সাথে কাজ করার জন্য, এবং মেয়রের উদ্দীপক ও উচ্চাভিলাষী ইশতেহারের অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য এই পদে নিয়োগ পেয়ে আমি আনন্দিত।

তিনি বলেন, “টাওয়ার হ্যামলেটস তার নিজের সমৃদ্ধ ইতিহাসের জন্য এক অনন্য জনপদ এবং এমনকি আরও সমৃদ্ধ হচ্ছে এখানকার জনসাধারণের কমিউনিটি চেতনা। বারার বাসিন্দারা যেসকল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, সেগুলো মোকাবেলা করতে এবং বারার পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর লক্ষ্যে সকল কমিউনিটির সাথে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর এবং সাবেক কেবিনেট মেম্বার আলিবর চৌধুরী এই জনপদেই বেড়ে উঠেছেন। তিনি ভলান্টারি এবং কমিউনিটি উভয় ক্ষেত্রেই অত্যন্ত সক্রিয়ভাবে নানা দায়িত্বে কাজ করেছেন যা মানুষকে সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা গুলো কাটিয়ে উঠতে সহায়তা করেছে।নতুন দায়িত্বে নিয়োগ লাভের পর এক প্রতিক্রিয়ায় আলিবর চৌধুরী বলেন, “আমি আবারও বারার সেবা করার সুযোগ পেয়ে আনন্দিত। নির্বাহী মেয়র এবং বৃহত্তর কাউন্সিলের সাথে মিলে আমাদের বাসিন্দাদের জীবনমান ও ব্যবসা—বাণিজ্যের উন্নতির লক্ষ্যে কাজ করার জন্য আমি উন্মুখ।

You might also like