ফুলবাড়ী সীমান্ত দিয়ে আসা পালসার মোটরসাইকেলসহ চোরাকারবারী আটক

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ জৈন্তাপুর উপজেলার ১৯ বিজিবি’র জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের আওতাধীন ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ে আসা ১টি ভারতীয় পালসার মোটরসাইকেলসহ ১ চোরাকারবারীকে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, সংশ্লিষ্ট সীমান্ত বাহিনীর সোর্সদের যোগসাজশে একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন থেকে এমনকি বানের পানির মধ্যেও তারা উপজেলার ফুলবাড়ী, ঘিলাতৈল, টিপরাখলা, কমলাবাড়ী, গোয়াবাড়ী, বাইরাখেল এলাকা দিয়ে ভারতীয় মাদক, বিড়ি-সিগারেট, কসমেটিক্স, চা-পাতা, শাড়ী এবং মটরসাইকেল বাংলাদেশে নিয়ে আসছে। এক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনীর নাম বেচে কতিপয় সোর্স মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানা পুলিশ উপজেলা জুড়ে মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে ১লা জুলাই থেকে বিশেষ অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় গত ৪৮ঘন্টায় বিভিন্ন মামলার ১৩জন আসামী আটক করা হয়েছে।রোববার দিনগত রাত সাড়ে ১১টায় ফুলবাড়ী সীমান্ত দিয়ে জৈন্তাপুর ষ্টেশনবাজারে নূরানী হোটেলের সম্মুখ নিয়ে আসামাত্র পূর্ব থেকেই প্রস্তুতি নেয়া পুলিশের টিম ভারতীয় পালসার মোটরসাইকেলসহ চোরাকারবারীকে হাতেনাতে আটক করে।আটককৃত ব্যক্তি উপজেলার ফুলবাড়ী গ্রামের জহির মিয়া উরফে জহির পুলিশের ছেলে কয়েছ আহমদ (২৫)।

You might also like