নাদিম জাহাবি যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইরাকি বংশোদ্ভূত ৫৫ বছরের নাদিম জাহাবি। ঋষি সুনাক অর্থমন্ত্রীর পদ থেকে আচমকা পদত্যাগের ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার (৫ জুন) নাদিম জাহাবিকে ওই পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী  বরিস জনসন।

এর আগে নাদিম জাহাবি যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন। রানি দ্বিতীয় এলিজাবেথ অর্থমন্ত্রী হিসেবে তার নিয়োগ অনুমোদন দিয়েছেন।

এদিকে নাদিম জাহাবি অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় শিক্ষামন্ত্রীর পদ খালি হয়। সেই পদে নিজের অনুগত মিশেল ডোনেলানকে নিয়োগ দিয়েছেন বরিস জনসন।

কুর্দি পরিবারের সদস্য নাদিম জাহাবি প্রখ্যাত জরিপ প্রতিষ্ঠান ইউগভের সহপ্রতিষ্ঠাতা। তিনি শৈশবে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে এসেছিলেন। কিন্তু সে সময় তার পরিবারের সদস্যরা ইংরেজি জানতেন না। তা সত্ত্বেও পরে যুক্তরাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

নাদিম জাহাবি ২০১০ সালে প্রথম এমপি নির্বাচিত হন। এর আগে তিনি লন্ডনে কনজারভেটিভ পার্টির স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। করোনা মহামারিকালে যুক্তরাজ্যে টিকাদান কর্মসূচি বেশ দক্ষতার সঙ্গে সামাল দেন এবং ব্যাপকভাবে প্রশংসিত হন।

You might also like