বরিসের পতন: নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: শেষ পর্যন্ত নিজের পতন ঠেকিয়ে রাখতে পারেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।অনিবার্য পরিণতি মেনে নিয়ে দলীয় নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিতে হয়েছে তাকে।

বৃহস্পতিবার ১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরে জনসন তার পদত্যাগের ভাষণে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন।

তিন বছরেরও কম সময় আগে সাধারণ নির্বাচনে বিপুল জয় পেয়ে প্রধানমন্ত্রী হন বরিস। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে তিনি নানা বিতর্কে জড়িয়ে পড়েন। এর মধ্যে রয়েছে করোনাভাইরাস মহামারিতে আরোপিত লকডাউনের বিধিনিষেধ ভেঙে পার্টি আয়োজন ও জরিমানা প্রদান।

এর মধ্যে একজন কনজারভেটিভ পার্লামেন্ট সদস্যের (এমপি) বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ প্রধানমন্ত্রী আমলে না নেওয়ায় অসন্তোষ তীব্র হয়।

You might also like