খাল-বিল ভরাটের কারণে বন্যায় বেশি ক্ষতি হয়েছে:পররাষ্ট্রমন্ত্রী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আগে সব সময় বন্যা আসত। কিন্তু সকালে এলে বিকেলে কিংবা পরদিন পানি নেমে যেত। এবার দীর্ঘস্থায়ী হয়েছে। কারণ, এখন নদী-নালা,খাল-বিল ভরাট হয়ে গেছে। এগুলো সংস্কার করতে হবে। খাল-বিল ভরাটের কারণে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ভাবতে হবে।গত ১০ জুলাই রোববার সকাল ৮টায় সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল আজহার জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যার পরও আমরা ভালো অবস্থানে আছি। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মোটামুটি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের সহযোগিতা করেছেন। এটা আমাদের বড় পাওয়া।নামাজের আগে বয়ান পেশ করেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবু হোরায়রা। পরে তিনি নামাজের ইমামতি করেন। এ মাঠে ঈদের জামাত আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়াও বিভিন্ন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের প্রায় লাখো মুসলমান সেখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

You might also like