সময়মতো পশুর বর্জ অপসারণ করতে পারেনি সিসিক

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট মহানগরীতে ১২ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের দাবি করেছে সিটি কর্পোরেশন। কিন্তু সিসিকের এ দাবি শুধুমাত্র কাগজে-কলমেই সীমাবদ্ধ। নগরীর বর্ধিত এলাকা ৩৮নং ওয়ার্ডে রাস্তার পাশে বর্জ্য পড়েছিল। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। ফলে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। তবে এই বিষয়টি নিয়ে স্থানীয় একটি নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হলে তাৎক্ষণিকভাবে সেই বর্জ্য অপসারণ করে সিসিক কর্তৃপক্ষ।জানা যায়, মঙ্গলবার ঈদের ৩ দিন হলেও সিসিকের গাড়ি যায়নি তেমুখি-বাদাঘাট সড়কে। ফলে পয়েন্ট সংলগ্ন একটি ফিলিং স্টেশনের পাশে কোরবানির পশুর বর্জ্য পড়ে রয়েছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে।
স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী হেলাল আহমদ অস্থায়ী পশুর হাট ইজারা নিয়ে এসেছিলেন। কিন্তু গরুর চাপ বেশী থাকায় ইজারাকৃত নির্ধারিত জায়গা ছাড়িয়ে প্রায় দুই কিলোমিটার জুড়ে বসানো হয় পশুর হাট। হাট বসানোর ফলে স্তুপ হওয়া বর্জ্য অপসারণের উদ্যোগ নেননি সিসিক কর্তৃপক্ষ কিংবা ইজাদাররা।বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে ওই নিউজ পোর্টালে ‘কাগজে-কলমেই সিসিকের বর্জ্য অপসারণঃ বাস্তবে ভিন্ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই কর্তৃপক্ষ ওই এলাকার বর্জ্য অপসারণ করে।

You might also like