জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা সিলেটে মাছের ঘাটতি ২৬৯২ মে. টন:ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের স্বল্প সুদে ঋণদানের সুপারিশ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট জেলায় মাছের চাহিদা ৭৮,১২০.৩২২ মেট্রিক টন। কিন্তু মাছের উৎপাদন হচ্ছে ৭৫,৪২৭.৪০২ মেট্রিক টন। চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে ২,৬৯২.৯২০ মেট্রিক টন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিলেটে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ তথ্য জানান।বক্তারা বলেন, সিলেটে ৫৫ হাজার ৩৪৮টি পুকুর রয়েছে। কিন্তু এসব পুকুরে মাছ চাষ হয় না বললে চলে। অধিকাংশ পুকুর চাষের বাইরে। দেশের অন্য অঞ্চলে যেখানে পুকুরে চাষকৃত মাছের আধিক্য, সেখানে সিলেটে এর পরিমাণ নেহায়েত সামান্য।সিলেটের মোট উৎপাদনের মাত্র ৩১ শতাংশ মাছ পুকুরে চাষকৃত। তাই পুকুরে মাছ চাষের পরিমাণ আরো বাড়িয়ে দ্রুত মাছের ঘাটতি পূরণ করতে হবে।
বাংলাদেশ মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে পুষ্টির যোগান, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য চাষের ভূমিকা জানিয়ে বক্তারা সিলেটের হাওর ও পুকুরে মাছ চাষ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।জেলা মৎস্য অফিসার বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের স্বল্প সুদে ঋণ দিতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি। পাশাপাশি বড় খামারিদের জন্য ‘মৎস্য বীমা’ চালুর বিষয়েও প্রস্তাব দিয়েছি।জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সারাদেশের ন্যায় সিলেটেও সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের মতবিনিময় সভা শনিবার সন্ধ্যায় জেলা ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মৎস্যজীবী, খামারিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’। কর্মসূচির মধ্যে গতকাল ২৪ জুলাই ছিল র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও পোনামাছ অবমুক্তকরণ, ২৫ জুলাই সংশ্লিষ্ট সুফলভোগীদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ২৭ জুলাই মাছ চাষ বিষয়ক বিশেষ সেবা প্রদান, ২৮ জুলাই সংশ্লিষ্ট সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান এবং ২৯ জুলাই মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচি শেষ হবে।
সিলেট জেলা মৎস্য অফিসের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ পরিচালক মো. আরিফ হোসেন, সহকারী পরিচালক আল মিনার নুর প্রমুখ। আলোচনায় অংশ নেন-সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক প্রত্যুষ তালুকদার প্রমুখ।এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। ইউএনও মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মুহাইমিনুল ইসলামের পরিচালনায় সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে এবং প্রচার-প্রচারণায় সকলের সহযোগিতা কামনা করা হয়। সভার পর পরই মাইকিং শুরু হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের সহযোগিতা করা উচিত, যেন তারা দ্রুত উৎপাদন কাজে ফিরে আসতে পারেন। তিনি ব্যক্তিগতভাবে মাছের পোনা বিতরণ এবং উপজেলা প্রশাসন থেকে দেয়ার প্রচেষ্টা চালাবেন বলে জানান।
সিলেটের বিশ্বনাথ উপজেলা) থেকে সংবাদদাতা জানান, বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন শনিবার নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর। এরপর মাইকিং-এর মাধ্যমে প্রচারণা করা হয়। এ উপলক্ষে উপজেলায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা মৎস্য অফিস। মতবিনিময় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য কর্মকর্তা বলেন, সাম্প্রতিক বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার প্রায় চার হাজার পুকুরের মাছ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩ হাজার ৮০০ চাষী। তিনি আরও বলেন, বিশ্বনাথ উপজেলায় মাছ উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখন চাষে প্রতি হেক্টরে ৩ মেট্রিকটন উৎপাদন হলেও এটি বাড়িয়ে ৫/৭ মেট্রিক টনে নিয়ে যাওয়া সম্ভব।
সুনামগঞ্জের ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস। বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, সাকির আমিন, তমাল পোদ্দার, মাহবুব আলম, সদরুল আমিন প্রমুখ।সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। বিকাল ৩টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে মৎস্য কর্মকর্তার কার্যালয়ের এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কার্প হ্যাচারী কর্মকর্তা মো. মোজাম্মেল হক ও জলবায়ু পরিবর্তন প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর নিপেশ চন্দ্র পাল উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নূরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাঈন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার প্রমুখ।সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সালমুন হাসান বিপ্লব বক্তব্য রাখেন। সভায় তিনি সারা দেশে মৎস্য আহরণ ও সংরক্ষণের সাফল্য সম্পর্কে অবগত করেন। এ সময় সাংবাদিকরা ধর্মপাশা উপজেলা মৎস্য আহরণ ও সংরক্ষণের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত হলেও চলতি বর্ষা মৌসুমে উপজেলায় সরকারি উন্মুক্ত জলাশয়ে সরকারিভাবে পোনা ও রেনু অবমুক্ত করা হয়নি বলে উল্লেখ করেন। উপজেলায় উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা একান্ত প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভা কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মৎস্য অফিসের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো: আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে মৎস্য সপ্তাহের কর্মসূচি উপস্থাপন করেন শ্রীমঙ্গল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফারাজুল কবির। তিনি জানান, শ্রীমঙ্গলে আর্থিক বছরে উন্মুক্ত ও বদ্ধ জলাশয়ে ১০৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। হাওরে রুই জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাওরের পাশে ৫টি পুকুর ও ৫টি বিল নার্সারি স্থাপন করা হয়েছে। এছাড়াও ২টি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী পুকুর স্থাপনসহ চাষীদের মাঝে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: ইউছুপ হোসাইন খানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।হবিগঞ্জের লাখাইয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোঃ শরিফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা করেন মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিস তালুকদার ও সহ-মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন। আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ বাহার উদ্দিন, আব্দুল মতিন, মহসিন সাদেক, আব্দুল ওয়াহেদ প্রমুখ।মৌলভীবাজার থেকে সংবাদদাতা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে জেলা মৎস্য অফিস। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, মোহাম্মদ জাহিদ আখতার ও মেহেদী হাসান প্রমুখ।