সিলেটে সিফাত উল্লাহ ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ২ কর্মচারীর মৃত্যু

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত দুই কর্মচারির মৃত্যু হয়েছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতি ও শুক্রবার তাদের মৃত্যু হয়।গত ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে সিলেটের কুমারগাঁও এলাকার তেমুখী পয়েন্ট সংলগ্ন সফাত উল্লাহ সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট ৪ জন অগ্নিদগ্ধ হয়েছিলেন।নিহতরা হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নুরুল হক ও সিলেটের কুমারগাঁও এলাকার সালেহ আহমদ। তারা দু’জন ওই ফিলিং স্টেশনের কর্মচারি ছিলেন। মৃত্যুর বিষয়টি শনিবার (২৩ জুলাই) রাতে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান। তিনি জানান, আমরা ঢাকার পুলিশ মাধ্যমে বৃহস্পতি ও শুক্রবার দু’জন মারা যাওয়ার খবর নিশ্চিত হয়েছি। তবে থানায় এখনো কোন অভিযোগ আসেনি।এরআগে ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ওই ফিলিং স্টেশনে সংরক্ষিত গ্যাস সিলিন্ডারে ত্রুটির কারণে প্রচ- শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় সিলিন্ডারে আগুন ধরে যায় এবং ধোয়া বের হতে থাকে।ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ফিলিং স্টেশনের মালিক বিভিন্ন চ্যানেলের লাইভে বলেছিলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তার এই লুকোচুরি নিয়ে এখন ব্যাপক আলোচনা- সমালোচনা চলছে।

You might also like