পাথর খনি সচলের দাবিতে আন্দোলনে যাচ্ছেন ব্যবসায়ীরা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ পাথরখনি সচলের দাবিতে আন্দোলন কর্মসূচি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। শনিবার সংগঠনের কার্যালয়ে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, উৎমা ও কালাইরাগ পাথরখনি খুলে দিয়ে লাখো মানুষের জীবিকা নির্বাহের সুযোগ করে দেয়ার দাবিতে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা সদর থেকে সংবাদদাতা এমন তথ্য জানিয়েছেন।সংগঠনের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোঃ আবুল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা হাজী মোঃ আব্দুল মান্নান, ইসলামপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলম, দক্ষিণ রণিখাই ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, সংগঠনের সহ সভাপতি মাওলানা আব্দুর রউফ, কোষাধ্যক্ষ হোসেন নূর, ইউপি সদস্য আজিম উদ্দিন, উৎমা পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সংগঠনের সদস্য মোশারফ হোসেন, ফজর উদ্দিন প্রমুখ।সভায় বক্তারা বলেন, ভোলাগঞ্জসহ উপজেলার পাথরখনিসমূহ থেকে যুগ যুগ ধরে লাখো শ্রমিক পাথর আহরণ করে জীবিকা নির্বাহ করছেন। গত কয়েক বছর ধরে পাথর উত্তোলন বন্ধ থাকায় শ্রমজীবী মানুষগুলো মানবেতর জীবনযাপন করছেন। লাখো শ্রমিক অনাহারে-অর্ধাহারে দিন পার করছেন। পাথর ব্যবসার সাথে সম্পৃক্ত হাজারো ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন। বক্তারা এ অচলাবস্থা নিরসনে ভোলাগঞ্জসহ অন্যান্য পাথরখনি পুনরায় সচলের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

You might also like