সিলেটে বন্যা আক্রান্ত কৃষকদের মাঝে সাড়ে ৩ লাখ টাকার বীজ ও সার সহায়তা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত সিলেটের ৭শ’ কৃষককে নাবি জাতের আমন ধানের বীজ ও সার সহায়তা দেয়া হয়েছে। যার বাজার মুল্য প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।৩০ জুলাই শনিবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।জানা যায়, দেশের ১৭টি জেলার কৃষকদের মধ্যে ১১ কোটি টাকার বীজ ও সার বিতরণ করেছে কৃষি মন্ত্রণালয়। ১ লাখ ৮৫ হাজার কৃষকের মধ্যে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপে ৯৪ হাজার কৃষককে ৫ কোটি ৮৮ লাখ টাকার আমন বীজ ও সার দেয়া হয়।দ্বিতীয় ধাপে বেশি ক্ষতিগ্রস্ত চারটি জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৭শ’ কৃষককে প্রায় সাড়ে ৩ লাখ টাকার নাবি জাতের আমন ধানের বীজ ও সার সহায়তা দেয়া হয়েছে।তৃতীয় ধাপে ৯০ হাজার কৃষককে প্রায় ৫ কোটি টাকার পুনর্বাসন সহায়তা বাস্তবায়নের কাজ চলছে।এরমধ্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উচ্চ ফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়ার কাজ চলমান রয়েছে।এছাড়া, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কৃষি মন্ত্রণালয়।

You might also like