মুরাদপুরে মানবসেবা সামাজিক সংগঠনের ১৭তম ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

হবিগঞ্জ: ৬ আগষ্ট শনিবার দিনব্যাপী হবিগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠন মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠার ১৮ বছরে পদার্পন উপলক্ষ্যে মুরাদপুর মডেল উচ্চ বিদ্যালয়ে সংগঠনের ১৭তম ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় মানবসেবা সামাজিক সংগঠনের অন্যতম উপদেষ্ঠা ডাঃ এবিএম মাহবুবুর রহমান এমবিবিএস-এর সার্বিক তত্ত্বাবধানে এবং হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক ডাঃ মোহাম্মদ হাসান এবং ডাঃ জীবন রবি দাসের সহায়তায় ৫০০ শতাধিক শিশু-নারী-পুরুষকে ফ্রি-চেকআপ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এসময় মানবসেবার পক্ষ থেকে আগত সকল রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও মানবসেবা সামাজিক সংগঠনের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম উজ্জ্বল, সদস্য রুবেল রানা তালুকদার, সদস্যা মনি আক্তারের তত্ত্বাবধানে ৩৫০ জন ছাত্রছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়।এসময় উপস্থিত ছিলেন মুরাদপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন কুমার দাস, মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি এস এম ফরহাদ আহমেদ চৌধুরী, মোঃ জহিরুল ইসলাম (জানু),শিক্ষানবিস আইনজীবী সায়েমা ইসলাম হেনা, মোঃ কাজল মিয়া, মোঃ আফরাজুল চৌধুরী, ১৪নং মুরাদপুর ইউপি সদস্য মোঃ আকতার চৌধুরী, মানবসেবার কোষাধ্যক্ষ মিনহাদ চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ আল আমিন, দপ্তর সম্পাদক সমীর দাশ, মুরাদপুর গ্রামের সমাজকর্মী সুমন চৌধুরী, মোঃ শাহবাজ মিয়া প্রমূখ।

You might also like