জাতীয় শোক দিবসে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ। সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সিনিয়র সহ-সভাপতি মহিউস সামাদ রিজভী, সহ-সভাপতি মুজিবুর রহমান মালদার, বনশ্রী দাস অপু, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম শফিক, এম. এ রশিদ, ডাঃ রফিকুল হাসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদি, মুমিনুর রশিদ সুজন, গোলাম হাসান চৌধুরী সাজন, আব্দুল আলীম তুশার, প্রচার সম্পাদক রাজেদ দাস রাজু, আবুল কালাম, অর্থ সম্পাদক শাহানুর আলম, প্রকাশনা সম্পাদক আতিকুল আম্বিয়া আতি, সহ-যুব ক্রীড়া সম্পাদক কবির আলম, জনসংযোগ কর্মসংস্থান সম্পাদক জিয়াব আহমদ তফাদার, নাট্য সম্পাদক রুহিন আহমদ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রুকন মিয়া, সহ-মানবাধিকার সম্পাদক শমসের আলী সম্বু, মুক্তিযোদ্ধা সম্পাদক ফয়সল আহমদ ফাহাদ, ধর্ম সম্পাদক মিজানুর রহমান মঞ্জু, সহ-ধর্ম সম্পাদক ঝুটন পাল, সদস্য সাইফুল আলম সিদ্দিকী, আব্দুল হাদি সুহেল, আল সাদিক দুলাল, সায়মন আহমদ, চয়ন দাস, জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ আরিফ, আফাজ উদ্দিন, আব্দুল হাসিম, মঞ্জুর আহমদ, দিপু রায়, রাবীব মুহজাদী চৌধুরী, মুরাদ আহমদ, মিনহাজুল আবেদিন নাহিস, ওয়ারিছ আহমদ অমি, সফিক আহমদ, মুরাদ আহমদ, শেখ কবির জনি, মুহিত আহমদ মুন্না, সিদ্দিকুর রহমান, ফুয়াদ বকসি মামুন, হানিফ আহমদ, নিয়াজ আহমদ প্রমুখ।
সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের শ্রদ্ধা জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব।সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব সভাপতি সুবর্ণা হামিদ, সহ-সভাপতি অমিতা সিনহা, সাধারণ সম্পাদক শাকিলা ববি, সাংগঠনিক সম্পাদক হেনা মমো, দপ্তর সম্পাদক ফাইজা রাফা ও কার্যনির্বাহী সদস্য শ্রাবণী তালুকদার ।

You might also like