লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভা
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়া থেকে নৌকা, লঞ্চে ঢাকায় এসে রাজনীতি করেছেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করে দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করে দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যা বিচার কার্যকর করার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন।
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আলী, আব্দুল আহমদ, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, উপজেলা আ’লীগ নেতা আছাব আহমদ, নজরুল ইসলাম, লায়েক আহমদ জিকু, সুফি মিয়া, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহিত হোসেন, প্রবাসী আ’লীগ নেতা মাসুম আহমদ, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, কৃষকলীগ নেতা আব্দুস সালাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা রুশন আলী, সিরাজ মিয়া, চেরাগ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহীন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতউর রহমান সানি, যুবলীগ নেতা আনহার মিয়া, রিয়াজ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা কয়েছ আহমদ, রুবেল আহমদ,নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা আমিনুল হক প্রমুখ। পরে শিরনী বিতরণ করা হয়।