হোটেল থেকে উদ্ধারকৃত লাশ পরিবারের কাছে হস্তান্তর

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে নগরির তালতলার হোটেল শাহবানে আত্মহননকারী জয় ভট্টাচার্যের (২৯) লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ১৭ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে হোটেল শাহবানের তৃতীয় তলার ৩০৯ নম্বর কক্ষ থেকে জয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর দেহটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ফাঁস দেয়া অবস্থায় ঝুলছিলো। জয় সুনামগঞ্জ সদর থানার নিয়ামতপুর গ্রামের নিশিত ভট্টাচার্যের ছেলে। হোটেল শাহবানের ম্যানেজার জানান, গত ১৫ আগস্ট জয় ভট্টাচার্য হোটেলের ওই কক্ষ ভাড়া নেন। বুধবার দুপুর পর্যন্ত কর্মচারীদের ডাকাডাকিতেও কক্ষের ভেতর থেকে সাড়া দেননি। পরে জানালার ফাঁক দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। হোটেল কক্ষ ভাড়া নেয়ার সময় জয় নিজেকে ওষুধ কোম্পানির কর্মকর্তা বলে পরিচয় দেন বলে জানান ম্যানেজার। জয়ের চাচা বিপুল মৈত্র জানান, জয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা দিয়েছিলো। প্রথমে শুনেছিলো সে নিয়োগ পেয়েছে। পরে জানতে পারে নিয়োগ হয়নি। এ নিয়ে হয়তো তার মধ্যে হতাশা বিরাজ করছিলো।কোতয়ালি থানার ওসি তদন্ত মো. ইয়াসিন খান বলেন, এ পর্যন্ত পাওয়া সকল আলামত ও তথ্যমতে জয় আত্মহত্যাই করেছেন। হয়তো তার দুশ্চিন্তা ছিলো বেশি। কারণ জয় তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন তিনি বাংলাদেশ ব্যাংকের একটি পদে নিয়োগ পেয়েছেন। চাকরিতে যোগদানের জন্য ঢাকায় যাওয়ার কথা বলে তিনি ১৫ আগস্ট বাড়ি থেকে বের হন।তিনি বলেন, ময়না তদন্তের পর বৃহস্পতিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

You might also like