রেকর্ড ব্যবধানে হংকংকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
নিউজ ডেস্ক
সত্যবাণী
শারজাহ: রেকর্ড ব্যবধানে হংকংকে হারিয়ে শেষ দল হিসেবে এশিয়ার কাপ ১৫তম আসরের সুপার ফোরে উঠলো পাকিস্তান।আজ ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তান ১৫৫ রানে হারিয়েছে হংকংকে। রান বিবেচনায় নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল পাকিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে হংকং। ব্যাট হাতে নেমে তৃতীয় ওভারেই ৯ রান করা অধিনায়ক বাবর আজমকে হারায় পাকিস্তান। শুরুতে অধিনায়ককে হারালেও দ্বিতীয় উইকেটে ৮১ বলে ১১৬ রান যোগ করেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন। ৪২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরি তুলেন রিজওয়ান। আর ৩৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরিতে পা রাখেন জামান।৪১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করে আউট হন জামান। তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলেন রিজওয়ান।১৬তম ওভারের প্রথম বলে জামানের বিদায়ের পর হংকংয়ের বোলারদের উপর ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন রিজওয়ান-খুশদিল শাহ।
তৃতীয় উইকেটে ২৩ বলে অবিচ্ছিন্ন ৬৪ রান যোগ করেন খুশদির-রিজওয়ান। ইনিংসের শেষ ওভারে চারটি ছক্কা মারেন খুশদিল। এতে ২০ ওভারে ২ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। ৫টি ছক্কায় ১৫ বলে অপরাজিত ৩৫ রান করেন খুশদিল। ৬টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে অপরাজিত ৭৮ রান করেন রিজওয়ান। পাকিস্তানের পতন হওয়া ২ উইকেট নিয়েছেন হংকংয়ের অফ-স্পিনার এহসান খান।১৯৪ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে হংকং। পাকিস্তানের বোলাররা এতটাই বিধ্বংসী ছিলেন যে, ১০ দশমিক ৪ ওভারে মাত্র ৩৮ রানে অলআউট হয় হংকং। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটি সর্বনি¤œ রান হংকংয়ের। হংকংয়ের কোন ব্যাটারই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। তবে মি. এক্সট্রা ঠিকই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। হংকংয়ের ইনিংসে সর্বোচ্চ ১০ রান আসে মি. এক্সট্রা থেকে। আর ব্যাটারদের পক্ষে সর্বোচ্চ ৮ রান করেন ওপেনার অধিনায়ক নিজাকাত খান।বল হাতে পাকিস্তানের শাদাব খান ৪টি, মোহাম্মদ নাওয়াজ ৩টি, নাসিম শাহ ২টি ও শাহনাওয়াজ দাহানি ১টি উইকেট নেন।আগামীকাল থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপের সুপার ফোর। প্রথম দিনই মাঠে নামছে শ্রীলংকা ও আফগানিস্তান। এই দু’দল আসরের উদ্বোধনী ম্যাচেও খেলেছিলো। ঐ ম্যাচে আফগানিস্তান ৮ উইকেটে হারিয়েছিলো শ্রীলংকাকে।