জৈন্তাপুরে চোরাচালানের গাড়িতে চাপা বিজিবি সদস্য হাসপাতালে

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের দরবস্ত-রামপ্রসাদ সড়কের হেলিরাই নামক স্থানে ভারতীয় চোরাচালান পরিবহন কাজে বাঁধা দিতে গিয়ে গাড়িচাপায় জৈন্তাপুর রাজবাড়ি বিজিবি ক্যাম্পের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত বিজিবি সদস্য মাসুদ আহমদকে (৪০) সিলেটের একটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে ভারতীয় নানা পণ্য উপজেলার বিভিন্ন রাস্তা দিয়ে পরিবহণ করা হয়ে থাকে। চোরাচালানিরা চারিকাটা ইউনিয়নের দরবস্ত-রামপ্রসাদ রাস্তা চোরাচালানের কাজে ব্যবহার করে বলে জানা গেছে। এই রাস্তা দিয়েই বৃহস্পতিবার রাতে চোরাই পণ্য যাবে এমন গোপন সংবাদ পেয়ে জৈন্তাপুর রাজবাড়ি বিজিবি ক্যাম্পের একটি টহলটিম মোটরসাইকেল নিয়ে ভারতীয় কসমেটিক বুঝাই নম্বরবিহীন ডিআই ট্রাক আটক করতে অভিযান চালান। ট্রাকটিকে ধাওয়া করলে গাড়ির চালক টহল বিজিবি সদস্যদের উপরে গাড়ি তুলে দেয়। এ সময় দ্রুতগতির গাড়ি পাশ্বর্বতী খাদে পড়ে যায়। গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী টহল বিজিবি সদস্য গুরুতর আহত হন। স্থানীয় জনতা আহত বিজিবি সদস্যকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট পাঠান। খবর পেয়ে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ ঘটনাস্থলে পুলিশ পাঠান এবং অতিরিক্ত বিজিবি ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়িসহ ভারতীয় অবৈধ পণ্যের চালান আটক করে। এ ব্যাপারে জৈন্তাপুর রাজবাড়ি বিজিবি ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে এক সদস্য ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আহত বিজিবি সদস্য সিলেটের একটি হাসপাতলে চিকিৎসাধীন বলে জানান।

You might also like