টাঙ্গাই‌লে রাইস মিলের ছাদ ভেঙে ৩ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিল ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডুবাইল এলাকায় একতা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নাঈমুল ইসলাম, নুরুল ইসালাম ও নাজমুল ইসলাম। আহত এক জনের নাম বাবলু। তারা সবাই কুড়িগ্রামের অধিবাসী।এক হাজার মন ওজনের একতা অটো রাইস মিল ভেঙ্গে ছাদের উপরে পড়ে। এ সময় ছাদ ধসে পড়ে। ভেতরে থাকা শ্রমিকরা ধংসস্তুপের নিচে চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে গোপালপুর এবং ঘাটাইল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তুপের নিচ থেকে এখন পর্যন্ত চার শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও শ্রমিক থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে।টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, দোতলা একতা রাইস মিলটি ছাদসহ ধসে পড়ে শ্রমিকদের ওপর। এ পর্যন্ত তিনজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

You might also like