লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য কাউন্সিলার বাদশা কাদিরের মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক
সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী
লন্ডন, ১১ সেপ্টেম্বর : ক্রয়ডন কাউন্সিলের কাউন্সিলার, সাবেক ডেপুটি মেয়র এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের আজীবন সদস্য বাদশা কাদির-এর মৃত্যুতে লণ্ডন ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন । প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর রোববার, স্থানীয় সময় সকাল ৮ টায় বাদশা কাদির কলকাতার ফরটিস হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর।
মরহুম বাদশা কাদিরের দেশের বাড়ি সিলেট শহরের বারুতখানায়। তিনি মৃত্যুকালে দুই ছেলে এবং এক মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন । কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন তিনি। ক্রয়ডন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের নেতা ছিলেন মরহুম বাদশা কাদির।
মরহুমের জানাজার নামাজ এবং দাফনের সময়সুচি পরবর্তীতে জানানো হবে।