সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আলোচনার পর ১৫ অক্টোবর পর্যন্ত এ কর্মবিরতি স্থগিত করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম।তিনি বলেন, প্রশাসনের সাথে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে। এরআগে মঙ্গলবার রাত ৮টার পরে সিলেট সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।প্রশাসনের পক্ষে বৈঠকে অংশ নেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, নগর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ’ নেতৃবৃন্দ। বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গতঃ পুলিশের হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার ভোর থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়।৫ দফা দাবি হলো সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও উপ-কমিশনার (ট্রাফিক) কে অবিলম্বে অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেয়া, ভাঙাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিক্সা বিক্রি বন্ধ ও বিক্রিত অটোরিক্সার রেজিস্ট্রেশন প্রদান। এছাড়া অনুমোদনহীন গাড়ি যেমন অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিং করা গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।