মহানগর ২৭ নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে স্থানীয় একটি অভিজাত কমিউনিটি সেন্টারে নগরির ২৭নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে নগর আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, ওয়ার্ড সম্মেলনের ধারাবাহিকতায় দীর্ঘ ৯ বছর পরে ২৭নং ওয়ার্ডে আ’লীগের সম্মেলন হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত করেই এগিয়ে যেতে হবে।তিনি বলেন, এক বছর পরে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে আমাদেরকে নেত্রীর নির্দেশে কাজ করতে হবে। বঙ্গবন্ধু যে কাজ করতে চেয়েছিলেন তা জননেত্রী বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সুতরাং আমাদেরকেও সুসংগঠিত করার মাধ্যমে এগিয়ে যেতে হবে।
ওয়ার্ড সভাপতি মো. নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, নগর আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মখলিছুর রহমান কামরান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মহিউদ্দিন লোকমান, মহিলা সম্পাদক আছমা বেগম, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, নির্বাহী সদস্য ও সিটি কাউন্সিলর আজম খান, সাব্বির খান, আবুল মহসিন চৌধুরী মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আ’লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বিজিত চৌধুরী, হাজী হেলাল বক্স, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, নির্বাহী সদস্য এ্যাডভোকেট কিশোর কুমার কর, এমরুল হাসান, সুদীপ দে, তৌফিক বক্স লিপন, খলিল আহমদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমদ, ইলিয়াস আহমেদ জুয়েল, জেলা তাঁতী লীগ সভাপতি আলমগীর হোসেন, কুচাই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, নগর তাঁতী লীগ সভাপতি নোমান আহমদ, ওয়ার্ড নেতৃবৃন্দের আব্দুর রব হাজারী, আনসার আহমদ কয়েছ, সোয়েব বাসিত, শেখ সোহেল আহমদ কবির, সেলিম আহমদ সেমিম, এম.এ ইসলামসহ ওয়ার্ড আ’লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নগর আ’লীগের সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে বিনাপ্রতিদ্বন্ধিতায় ওয়ার্ড সভাপতি হিসেবে মো. ছয়েফ খান এবং গোপন ব্যালটের মাধ্যমে তুমুল প্রতিদ্বন্ধিতা করে সাধারণ সম্পাদক হিসেবে গোলজার আহমদ জগলু নির্বাচিত হন। সম্মেলনের প্রথম অধিবেশন পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।