সিকৃবির কৃষি বনায়ন ও পরিবেশবিজ্ঞান বিভাগের নতুন ল্যাব উদ্বোধন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগে নতুন ৩টি ল্যাব উদ্বোধন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর রোববার সকালে কৃষি অনুষদের ২য় ও ৩য় তলায় স্থাপিত নতুন ল্যাবগুলোর উদ্বোধন করেন সিকৃবির উপাচার্য প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার।কৃষি বনায়ন ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. অসীম শিকদারের সঞ্চালনায় উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: শারফ উদ্দিন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আসাদ উদ-দৌলা।

ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো: মেহেদী হাসান খান বলেন, ‘১১ ধাপ এগিয়ে বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং ২৪। অগ্রগতির এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। পারস্পরিক সহযোগিতা আরোও বাড়াতে হবে।প্রধান অতিথি’র বক্তব্যে সিকৃবির ভিসি প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার বলেন, ‘ল্যাবগুলো যেন চালু থাকে এবং শিক্ষার্থীরা তাদের প্রয়োজনমত ব্যবহার করতে পারে সেদিকে নজর দিতে হবে। অনেক সীমাবদ্ধতা রয়েছে তবুও আমাদের সামনে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের যেন আমরা গুণগত শিক্ষা দিতে পারি সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।সমাপনী বক্তব্যে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সামিউল আহসান তালুকদার বলেন ,‘বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরোও গতিশীল করতে এই ল্যাবগুলো কার্যকর ভূমিকা রাখবে।’এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর, পরিচালক-ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কৃষি অনুষদের শিক্ষকবৃন্দ।

You might also like