নারী এশিয়া কাপ সম্পন্ন:আবারো চ্যাম্পিয়ন ভারত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল।৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানার অপরাজিত ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে মাত্র ৮.৩ বলে ২ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে জয় তুলে নেয় ভারত। এছাড়া হারমানপ্রিত কাউর ১৪ বলে ১১ রানে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার পক্ষে ইনোকা রানাওয়েরা ও কাবিশা দিলহারি ১টি করে উইকেট পান।এরআগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। দলীয় ৮ রানে চামারা আতাপাত্তু রান আউট হয়ে সাজঘরে ফিরে যান। এরপর ১ রান যোগ করেই মাত্র ৯ রানে দলের অন্যতম খেলোয়াড় হারসিথা মাধবী, আনুস্কা সানজেনুইনি ও হাসানি পেরেরার মূল্যবান ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। পরবর্তীতে অশাধি রানাসিংয়ের ১৩ রান ছাড়া আর কেউই রানে দুই অংকের সংখ্যা ছুঁতে পারেননি।ভারতের হয়ে রেনুকা সিংহ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়াও রাজেশ্বরী গায়াগায়েদ ২ টি ও স্নেহ রানা ১ টি করে উইকেট নেন।

You might also like