ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ওসমানীতে ৮ বিমানের জরুরি অবতরণ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের অন্তত ৮ টি বিমান সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে।এ সকল ফ্লাইট সোমবার রাত ৯ টার পর থেকে বিভিন্ন সময়ে ওসমানীতে অবতরণ করে। এছাড়াও অভ্যন্তরীণ রুটের দু’টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৪ অক্টোবর সোমবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ।আলাপকালে তিনি জানান, দেশের আকাশের বৈরি আবহাওয়ার কারণে এই ৮টি বিমান সিলেটে জরুরি অবতরণ করেছে। এদের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট ১টি ও বাকী ৭টি আন্তর্জাতিক ফ্লাইট ছিলো।অভ্যন্তরীণ ফ্লাইটটি সৈয়দপুর থেকে উড্ডয়ন করে ঢাকায় যাওয়ার কথা ছিলো।কিন্তু আবহাওয়া অনুকুল না থাকায় সিলেটে অবতরণ করে।এছাড়াও আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে সিংগাপুর থেকে আসা ২টি, কানাডার টরেন্টো থেকে ১টি, থাইল্যান্ডের ব্যাংকক থেকে ১টি, ভারতের কোলকাতা থেকে ১টি, চেন্নাই থেকে ১টি, আরব আমিরাতের দুবাই থেকে ১টিসহ মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সকল বিমানের মধ্যে ইউএস বাংলার ৫টি ও বাংলাদেশ বিমানের ৩টি উড়োজাহাজ ছিল।