জনসমুদ্র হবে সিলেটের গণসমাবেশ:কাইয়ুম চৌধুরী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকার দেশ পরিচালানায় সর্বক্ষেত্রে ব্যর্থ। ক্ষমতাসীনদের লুটপাটে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছে। জনগণের ট্যাক্সের টাকায় দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করার স্বপ্ন দেখিয়ে এই টাকা লুটপাট করে খেয়ে তারা এখন বলছে দেশবাসীকে দিনের বেলায় কোন বিদ্যুত দেয়া যাবে না। তিনি বলেন, দেশের রিজার্ভের যে আবস্থা তাতে এখন এলএনজি কেনা সম্ভব হচ্ছে না, তাই বিদ্যুৎ উৎপাদন ব্যহত হচ্ছে। দেশের মানুষ অন্ধকারে রয়েছে। দিনের বেলা বিদ্যুৎ না থাকলে কৃষি ও শিল্পতে মারাত্মক প্রভাব পড়বে। এতে করে দেশে ভয়াবহ সংকট দেখা দেবে। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ বিভাগে লুটপাট করে দেশে এখন আর বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে আসে। সরকারের এসব অপকর্মের কারণে দেশের মানুষ আজ প্রতিবাদে ফুঁসে উঠেছে। মানুষ এই জালিম সরকারের হাত থেকে মুক্তি চায়। যে কারণে সারাদেশে বিএনপি’র গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। সরকারি দল আর পেটুয়া বাহিনীর কোন বাঁধাই জনস্রোতকে আটকতে পারছেনা। আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশও জনসমুদ্রে পরিণত হবে।সোমবার সন্ধ্যায় আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত দেওয়ান বাজার ইউনিয়নে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা শাখার এ্যাডভোকেট আবু তাহের, মাহবুব আলম, শাহীন আলম জয়, সাইফুল ইসলাম সেফুল, পাবেল রহমান, আবুল কাশেম, নাহিদ হোসেন, রিফল আহমদ প্রমূখ।

You might also like