ছাতকে বোকা নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসলাম উদ্দিন। এতে জাউয়াবাজার বোকা নদীর তীরে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠা ৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়।জানা যায়, দীর্ঘদিন ধরে চরমহল্লা ইউনিয়নের জলালিচর গ্রামের মৃত. ফজল মিয়ার ছেলে আফতাব মিয়া, একই গ্রামের জিতু মিয়া, চরগোবিন্দ গ্রামের সাঞ্জব আলীর ছেলে আছলম উদ্দিন ও ছনুয়া গ্রামের মৃত. উস্তার আলীর ছেলে হারিছ আলী নদীর তীর সংলগ্ন সরকারি জমি দখলে নিয়ে আধাপাকা স্থাপনা নির্মাণ করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উচ্ছেদ অভিযান পরিচালানার সময় উপস্থিত ছিলেন, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তারা।এ বিষয়ে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসলাম উদ্দিন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

You might also like