টি-টোয়েন্টি বিশ্ব কাপ: রোড টু ফাইনাল-পাকিস্তান-ইংল্যান্ড
নিউজ ডেস্ক
সত্যবাণী
মেলবোর্ন: আগামীকাল পর্দা নামছে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের। বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।১৬ দলকে নিয়ে গত ১৬ অক্টোবর থেকে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম রাউন্ডের পর সুপার টুয়েলভের লড়াই শেষে অনুষ্ঠিত হয় দুই সেমিফাইনাল। সেমির লড়াইয়ের পর এবার ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে শেষ হবে বিশ^কাপ।
প্রথম রাউন্ডে দুই গ্রুপে অংশ নেয় আটটি দল। সেখান থেকে দুই গ্রুপের সেরা চারটি সুপার টুয়েলভে খেলার টিকিট পায়। টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সেরা আট দল আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছিল।
সুপার টুয়েলভের আট দলের সাথে প্রথম রাউন্ডের সেরা চার দল যোগ দেয়। সুপার টুয়েলভে দুই গ্রুপে ১২ দলের লড়াইয়ের পর সেরা চার দল সেমিতে উঠে। সেমির লড়াইয়ে জিতে এবার বিশ^কাপের সেরা দুই দল হিসেবে ফাইনালের মঞ্চে ইংল্যান্ড ও পাকিস্তান।
যেভাবে ফাইনালের মঞ্চে ইংল্যান্ড :
সুপার টুয়েলভ :
২২ অক্টোবর ২০২২: পার্থ, আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয়
২৬ অক্টোবর ২০২২: মেলবোনর্, বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হার
২৮ অক্টোবর ২০২২: মেলবোনর্, বৃষ্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত
১ নভেম্বর ২০২২: ব্রিজবেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ রানে জয়
৫ নভেম্বর ২০২২: সিডনি, শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে জয়
সেমিফাইনাল :
১০ নভেম্বর ২০২২: অ্যাডিলেড, ভারতের বিপক্ষে ১০ উইকেটে জয়
যেভাবে ফাইনালের মঞ্চে পাকিস্তান :
সুপার টুয়েলভ :
২৩ অক্টোবর ২০২২: মেলবোর্ন, ভারতের কাছে ৪ উইকেটে হার
২৭ অক্টোবর ২০২২:পাথর্, জিম্বাবুয়ের কাছে ১ রানে হার
৩০ অক্টোবর ২০২২: পার্থ, নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে জয়
৩ নভেম্বর ২০২২: সিডনি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি আইনে ৩৩ রানে জয়
৬ নভেম্বর ২০২২: অ্যাডিলেড, বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে জয়
সেমিফাইনাল :
৯ নভেম্বর ২০২২: সিডনি,নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয়