৩১৪ রানে থামল ভারত, সাকিবের ৪ উইকেট

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ  বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩১৪ রানে অলআউট হয়েছে সফরকারী ভারত। প্রথম ইনিংস থেকে ৮৭ রানের লিড পেল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিলো ২২৭ রান। ভারতের পক্ষে ঋসভ পান্থ ৯৩, শ্রেয়াস আইয়ার ৮৭, চেতেশ^র পূজারা-বিরাট কোহলি ২৪ রান করে করেন। বল হাতে বাংলাদেশের সাকিব আল হাসান ৭৯ রানে ও তাইজুল ইসলাম ৭৪ রানে ৪টি করে উইকেট নেন।

You might also like