কর্ণফুলীতে স্রোতের তোড়ে লাইটারেজ জাহাজ ডুবি
নিউজ ডেস্ক
সত্যবাণী
চট্টগ্রামঃ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আড়াই হাজার টন পণ্য নিয়ে ‘এমভি বর্ণিয় প্রিন্স’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। বুধবার (৮ জুলাই) সকালে কর্ণফুলী নদীর সদরঘাট অংশে এ দুর্ঘটনা ঘটে।বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন জানান, প্রায় ২ হাজার ৫০০ টন লোহা জাতীয় কাঁচামাল নিয়ে কর্ণফুলীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট থেকে শাহ আমানত সেতুর উজানে যাওয়ার সময় স্রোতের তোড়ে ‘বয়ার’ সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি বর্ণিয় প্রিন্স’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।তিনি জানান, স্রোত বেশি থাকায় জাহাজটিকে কয়েকবার সংকেত দেয়া হয়।কিন্তু জাহাজের মাস্টার সংকেত না মেনে জাহাজটি উজানে চালাতে চেষ্টা করেন। এক পর্যায়ে জাহাজটি কর্ণফুলী নদীর সদরঘাট ১ নম্বর জেটি এলাকায় আসলে ২ নম্বর মোরিং ‘বয়ার’ সঙ্গে ধাক্কা লাগে। এসময় জাহাজটির তলা ফেটে গিয়ে ডুবে যায়।