দক্ষিণ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১১শ ৫ লিটার চোলাই মদসহ আটক ১ জন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১১শ ৫ লিটার দেশীয় বাংলা চুলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন সুভাষ রবি দাস(২৮)। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের জয়রাম রবিদাসের পুত্র।পুলিশ সূত্রে জানা যায় ,দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার, এএসআই প্রনয় নাল, এএসআই উত্তম কুমার কৈরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামলাবাজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৩১ হাজার ৫শত টাকা মূল্যের দেশীয় ১১শত ৫ লিটার বাংলা চুলাই মদ উদ্ধার করে । বুুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আটককৃত আসামীকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমার থানায় জোয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। থানা পুলিশের এমন অভিযান সবসময় অব্যাহত থাকবে।

You might also like