দক্ষিণ সুরমায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষঃ চালকসহ নিহত ৩
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের দক্ষিণ সুরমার সিলেট-সুলতানপুর সড়কে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪ টার দিকে সিলাম ইউনিয়নের বটেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন এবং রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, বালাগঞ্জ উপজেলার চরআলা গ্রামের হুরমত উল্লার ছেলে সিএনজি অটোরিক্সা চালক বাবুল মিয়া (৫৫), অটোরিক্সা যাত্রী একই উপজেলার গহরপুরের আমজাদ আলীর ছেলে মো. আনহার। এছাড়া, রাত ১০টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেজাউল নামে আরেক ব্যক্তি। তার বাড়ি বালাগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, দক্ষিণ সুরমার সুলতানপুর-গহরপুর রোডে একটি সিএনজি অটোরিক্সা সিলেট থেকে গহরপুর যাচ্ছিল। অটোরিক্সাটিতে নারী, শিশুসহ মোট ছয়জন ছিলেন। পথে বটেরতল নামক স্থানে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিক্সা চালকসহ এক যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত মহিলা ও শিশুসহ ৪ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত রেজাউল।এসএমপি’র মোগলাবাজার থানার ওসি রেজাউল করিম দুর্ঘনায় ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য ৩ জনের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছে।