স্বর্ণের দামে নতুন রেকর্ড
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বিশ্ববাজারে গতকাল বুধবার (৮ জুলাই) সোনার দাম বেড়ে প্রতি আউন্স এক হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে।যা কিনা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।বিশ্লেষকরা বলছেন, করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ বেড়ে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছে মানুষ। এ ছাড়া ডলারের দাম পড়ে যাওয়াও আরেকটি কারণ।বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় দফায় সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে।আর এ সুযোগেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম।
গতকাল লন্ডনের বাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স হয় এক হাজার ৮০০.৮৬ ডলার।যা গত সাড়ে আট বছরের মধ্যে সর্বোচ্চ দাম।তবে প্রায় ৯ বছর আগে সোনার বর্তমানের দামের চেয়েও বেশি হয়েছিল। ২০১১ সালে ইউরোপের অর্থনৈতিক সংকটের সময় স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস যুক্তরাষ্ট্রের ঋণমান কমালে তখন বিশ্ববাজারে সোনার দাম যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ এক হাজার ৯২১.১৮ ডলারে উঠে।
এ বছর এরই মধ্যে সোনার দাম বেড়েছে ১৯ শতাংশ।সংশ্লিষ্টরা বলছেন, এ বছরই এক হাজার ৯০০ ডলার ছাড়িয়ে যেতে পারে সোনার দাম।অ্যাকটিভ ট্রেডসের প্রধান বিশ্লেষক কার্লো আলবার্তো ডে ক্যাসা বলেন, ‘এটা নিয়ে খুব বেশি আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই, কারণ অর্থনৈতিক নিম্নমুখিতার এই সময়ে সত্যিকারের নিরাপদ বিনিয়োগের স্বর্গ যেটি সেটির দাম বাড়বেই। যদিও বিনিয়োগকারীরা এখনও শেয়ারবাজারে বিনিয়োগ করছে কিন্তু তারা সেখানে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না। যেটা রাখা যায় সোনায় বিনিয়োগে।মার্কেটস ডটকমের প্রধান বাজার বিশ্লেষক নিল উইলসন বলেন,বৈশ্বিক অর্থনীতি চাঙ্গা করতে কেন্দ্রীয় ব্যাংক যে প্রণোদনা দিচ্ছে তাতে মূল্যস্ফীতির ভয়ে অনেকে সোনায় বিনিয়োগ করছে।এদিকে বিশ্ববাজারে সোনার দাম বাড়ায় বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়ছে।বর্তমানে দেশে সবচেয়ে ভালো মানের সোনা প্রতি ভরি প্রায় ৭০ হাজার টাকা।