এদেশে আধুনিক ক্রীড়া চর্চার রূপকার শহীদ শেখ কামাল : প্রবাসী কল্যাণ মন্ত্রী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন বাংলাদেশে আধুনিক ক্রীড়া চর্চার রূপকার। তিনি বলেন, দেশব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, সুযোগ্য ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের নামানুসারে ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
২৮ জানুয়ারি শনিবার সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজ মাঠে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ’২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ইউএনও তাহমিলুর রহমান।

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা জানান, দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই অ্যাথলেটিকস প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি। আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা।শ্রেণীভিত্তিক দু’টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপ এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। ‘ক’ গ্রুপের শিক্ষার্থীরা ১০০ ও ২০০ মিটার দৌঁড়, হাই জাম্প ও লং জাম্পে অংশ নেন। ‘খ’ গ্রুপের শিক্ষার্থীরা প্রতিদ্বন্ধিতা করেন ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌঁড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ, শটপুট, ডিসকাস থ্রো এবং ৪১০০ মিটার রিলেতে। অপরদিকে দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী ইমরান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, জেলা পরিষদ সদস্য সুবাস দাস, জেলা আ’লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান মামুন পারভেজ, সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ফতেহপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, নির্বাহী সদস্য লুৎফুল হক, ফারুক আহমদ, নাসির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ গোলাম সরওয়ার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।
এরআগে সকাল ৯ টায় মন্ত্রী ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদ পরিদর্শন করেন। উপজেলার ২ জন কৃষককে কম্বাইন্ড হারভেস্টার এবং ৫ জন কৃষককে পাওয়ার ড্রেসার সিডার বিতরণ করেন।

You might also like