ম্যাক্রোঁ বলেছেন ইউক্রেনের জন্য যুদ্ধবিমান ‘বাদ দেয়া হয়নি’

নিউজ ডেস্ক
সত্যবাণী

দ্য হেগ: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার বলেছেন, তিনি ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহের বিষয়টি উড়িয়ে না দিলেও এক্ষেত্রে সংঘাত বৃদ্ধির ঝুঁকির বিরুদ্ধে সতর্ক করেছেন। খবর এএফপি’র।ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে আলোচনার পর রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভের কাছে যুদ্ধবিমান পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ম্যাক্রোঁ বলেন, এক্ষেত্রে ‘নীতিগতভাবে কিছুই বাদ দেয়া হয়নি।কিন্তু ম্যাক্রোঁ কোনো সিদ্ধান্ত নেয়ার আগে একটি ধারাবাহিক ‘মানদ-’ নির্ধারণ করেন। এদিকে ইউক্রেনের মিত্ররা ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দেয়ার কয়েকদিন পর কিয়েভ পশ্চিমা দেশগুলো থেকে আরো অত্যাধুনিক অস্ত্রের জোরালো আহ্বান জানিয়েছে।ম্যাক্রোঁ আরো বলেন, এ ক্ষেত্রে যে কোনো অস্ত্র সরবরাহে ‘ফরাসি সশস্ত্র বাহিনীর সক্ষমতা কোনভাবেই দুর্বল হবে না।ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনীয়রা ‘এ মুহূর্তে যুদ্ধবিমানের জন্য কোনো অনুরোধ জানায়নি।ডাচ রাজনীতিবিদরা সম্প্রতি ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর ধারণা দিলেও রুটে এ ব্যাপারে ম্যাক্রোঁর মতো সতর্ক মন্তব্য করেন।ডাচ প্রধানমন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে কোন বাধা নেই। তবে এটি হবে একটি বড় পদক্ষেপ।জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবেন না এমন কথা বলার একদিন পর ফরাসি ও ডাচ নেতা তাদের এমন মন্তব্য ব্যক্ত করেন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন, তিনি চান, পশ্চিমারা রুশ সেনাদের প্রতিহত করতে কিয়েভকে সাহায্য করতে ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান পাঠাক।

You might also like