বড়লেখায় ৯ লাখ টাকা ব্যয়ে শেষ হলো লংলীছড়া ও নিকড়ীছড়া পুনঃখনন কাজ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ মৌলভীবাজারের বড়লেখায় কাবিটা কর্মসূচির আওতায় বড়লেখা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হেলাল মিয়ার বাড়ি থেকে খোকন মিয়ার জমি পর্যন্ত ৫৮১ মিটার লংলীছড়া এবং উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আরএইচডি ব্রিজ থেকে মুছেগুল গ্রাম পর্যন্ত ৭০১ মিটার নিকড়ীছড়া পুনঃখনন কাজ শেষ হয়েছে। বড়লেখা থেকে সংবাদদাতা জানান, ১২ ফেব্রুয়ারি রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও স্থানীয় এমপি মো. শাহাব উদ্দিন ছড়া দু’টির খননকাজ পরিদর্শন শেষে উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ছড়া দু’টির খননকাজ ব্যয় হয়েছে ৯ লাখ টাকা।ছড়া দু’টির খননকাজ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী. বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, পৌর কাউন্সিলর কবির আহমদ ও রেজাউল করিম প্রমুখ।

You might also like