`আ’লীগ আবোল তাবোল কথা বলে লোক হাসাচ্ছে’

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সরকার হতাশ হয়ে আবোলতাবোল কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।তিনি বলেন, আমাদের কর্মসূচিতে সাধারণ মানুষ অংশগ্রহণ করছে। কারণ সরকারের দুর্নীতি, দুঃসাহস, লুটপাটের কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যার কারণে মানুষ বিএনপির কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। সাধারণ মানুষদের উপস্থিতি দেখে সরকার হতাশ হয়ে আবোলতাবোল কথা বলছে। সরকারের কথা শুনে মানুষ হাসছে।বুধবার রাজধানী গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজীত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ১৩ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিষয় তুলে ধরে এ সংবাদ সম্মেলন করা হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, অতি সম্প্রতি সরকারের অনুগত কয়েকটি টিভি চ্যানেলে কয়েক বছর আগে ডিজিটাল কায়দায় বানানো এমন এক ভিডিও প্রচার করেছে যা দেখলে যে কোন সাধারণ নাগরিকও বুঝবে যে, এটা নোংরা রাজনৈতিক অপপ্রচারের এক বানোয়াট ও নিকৃষ্ট দৃষ্টান্ত। সরকারি দলের অরাজনৈতিক অপকৌশলের পাশাপাশি আমরা তদের সহযোগী অনুগত মিডিয়ারও অনৈতিক কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।তিনি বলেন, এই ভিডিও প্রচারের পর কমেন্ট বক্স ও সোস্যাল মিডিয়ায় সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট টিভি চ্যানেলগুলোর নির্মম অথচ সঠিক সমালোচনার ঝড় বইছে। কাজেই এ ব্যাপারে নতুন কিছু না বলে আমরা শুধু বলবো যে, চলমান গণআন্দোলনকে বাধাগ্রস্থ এবং দেশের সাধারণ জনগণকে বিভ্রান্ত করার এই বৃথা অপচেষ্টা মাঠে মারা গেছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান।

You might also like