বাইডেন এ মাসে কানাডা সফরে যাবেন : হোয়াইট হাউস

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

যুক্তরাষ্ট্রঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অটোয়াতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাত করবেন এবং এ মাসের শেষের দিকে দেশটির পার্লামেন্টে ভাষণ দেবেন। বৃস্পতিবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।মার্কিন প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, বাইডেন ‘ইউএস-কানাডা অংশীদারিত্বের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুন:নিশ্চিত করতে এবং আমাদের অভিন্ন নিরাপত্তা, সমৃদ্ধি ও মূল্যবোধের বিষয় প্রচার করতে আগামী ২৩ ও ২৪ মার্চ কানাডা সফর করবেন।তিনি আরো বলেন, বাইডেন এবং ট্রুডো ‘ইউক্রেনকে সমর্থন করার চলমান প্রচেষ্টা, রাশিয়া ও তাদের যুদ্ধ প্রচেষ্টা সমর্থনকরাদের ব্যয় বৃদ্ধি এবং বাকি বিশ্বের উপর যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবেলা করার বিষয়েও আলোচনা করবেন।আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে তারা উভয় দেশে প্রভাব ফেলা আফিম আসক্তির সংকট এবং অভিবাসন নিয়ন্ত্রণের সংগ্রাম নিয়ে আলোচনা করবেন।জিন-পিয়েরে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্র-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরতে কানাডার পার্লামেন্টেও ভাষণ দেবেন।’

You might also like