সিলেট বোর্ডে এবার ৬ হাজার এসএসসি পরীক্ষার্থী কম

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সারাদেশের ন্যায় সিলেট শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষা আগামী ৩০ এপ্রিল শুরু হচ্ছে। তবে, সিলেট বোর্ডে করোনা ও বন্যার সময়ে পরীক্ষার্থী বেশি থাকলেও চলতি বছরে কমেছে বিপুল পরীক্ষার্থীর সংখ্যা। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ১৮৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।তিনি জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে ২০২০ সাল থেকে এসএসসি পরীক্ষা পূর্বের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি। পরে সিলেবাস কমিয়ে পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক ছিল, তখনই এসব পরীক্ষা নেয়া হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসে ওই পরীক্ষাগুলো নেয়ায় অধিকাংশ অনিয়মিত পরীক্ষার্থী কৃতকার্য হওয়ায় গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষার্থী হিসেবে এ পর্যন্ত ফরম পূরণ করেছেন ১ লাখ ১০ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছেলে ৪৫ হাজার ৫৫২ জন এবং মেয়ে ৬৪ হাজার ৭৫২ জন। গতবছর এসএসসি পরীক্ষার্থী হিসেবে ফরম পূরণকারী শিক্ষার্থী ছিলেন ১ লাখ ১৬ হাজার ৪৯০ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ১৫ হাজার ৩৯১ জন। এবার ১৮৯টি কেন্দ্রে ৯৩১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন। জেলাওয়ারি কেন্দ্র সংখ্যা সিলেটে ৫৯, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ২৬ এবং সুনামগঞ্জে ৩৩টি।বোর্ড সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, দেশের অন্য বোর্ডে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী বেশি থাকলেও সিলেটে এবারও মানবিক বিভাগের শিক্ষার্থী অধিক। মানবিক বিভাগের ফরম পূরণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ হাজার ৯৩৭ জন, বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ২২৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ১৪১ জন শিক্ষার্থী রয়েছেন।এবারের পরীক্ষার্থীদের মধ্যে সিলেট জেলায় ৪১ হাজার ৩৯৪ জনের মধ্যে ছেলে ১৭ হাজার ২৬৭ ও মেয়ে ২৪ হাজার ১২৭, হবিগঞ্জে ২০ হাজার ৫২৮ জনের মধ্যে ছেলে ৮ হাজার ৩৭৫ ও মেয়ে ১২ হাজার ৬৫৩, মৌলভীবাজারে ২৪ হাজার ৭১১ জনের মধ্যে ছেলে ৯ হাজার ৮৩০ ও মেয়ে ১৪ হাজার ৮৮১ এবং সুনামগঞ্জের ২৩ হাজার ৬৭১ জনের মধ্যে ছেলে ১০ হাজার ৮০ ও মেয়ে ১৩ হাজার ৫৯১ জন রয়েছে। এছাড়া এবার পরীক্ষার্থীদের মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী সংখ্যা ১৮ হাজার ৩৭৬ জন। যার মধ্যে ছেলে ৭ হাজার ৯৩২ জন এবং মেয়ে ১০ হাজার ৪৭৪ জন রয়েছেন।
সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ জানান, অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী নিয়ে কেন্দ্র সচিবদের সাথে সভা হয়েছে। বুধবার সুনামগঞ্জ জেলার কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া, একাধিক ভিজিল্যান্স টিম গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানান, এবার সবকটি বিষয়ে ৩ ঘণ্টা করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আধ ঘণ্টা পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে এসে পৌঁছুতে হবে। মোবাইল বা কোন ধরনের ডিভাইস ব্যবহার করা যাবে না। শুধুমাত্র কেন্দ্র সচিব স্মার্টফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ মোবাইল ব্যবহার করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস জানান, পরীক্ষা নির্বিঘœ করতে এসএমপি’র পক্ষ থেকে সব ধরণের উদ্যোগ নেয়া হয়েছে। পরীক্ষার আগ মুহূর্তে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো নিয়ে এসএমপি কমিশনার গণবিজ্ঞপ্তি জারি করবেন বলেও জানান।

You might also like