সিলেটে এসেছে  জাতীয় ক্রিকেট টিম

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ইংল্যান্ডের চেমসফোর্ডে খেলা হবে বাউন্সি উইকেটে। সিলেটের উইকেটেও আছে বাউন্সের গন্ধ। চন্ডিকা হাথুরুসিংহে তাই পরিকল্পনা করেছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডের সিরিজের আগে সিলেটে হবে সংক্ষিপ্ত প্রস্তুতি ক্যাম্প। ৩ দিনের সেই ক্যাম্পের উদ্দেশ্যে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ দল সিলেট এসে পৌঁছেছে।পুরো দল-ই এসেছে, তা অবশ্য বলা যাচ্ছে না। কারণ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসান পরিবারকে সময় দিতে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন। তিনি সেখান থেকে সরাসরি ইংল্যান্ডে দলের সাথে যোগ দেবেন। ঢাকা থেকে বাংলাদেশ দল যাবে দু’ভাগে ভাগ হয়ে, যার বড় অংশটি যাবে ৩০ এপ্রিল দিবাগত রাতে।আয়ারল্যান্ডের বিপক্ষে চেমসফোর্ডে ৩টি ওয়ানডে হবে ৯, ১২ ও ১৪ মে। তার আগে ৫ মে বাংলাদেশ দল খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। সাকিবের সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা।তারও আগে সিলেটের প্রস্তুতি ক্যাম্পে চেমসফোর্ডের কন্ডিশন খুঁজবে বাংলাদেশ দল। সাকিব ছাড়া সেখানে দলের বাকি সবাইকেই পাচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল ও কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে।

You might also like