কৃষকের ধান কেটে দিলেন এমপি হাবিব
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ কৃষকদের অনুপ্রেরণা দিতে সিলেটের দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে কৃষকদের সঙ্গে বোরো ধান কেটেছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।দক্ষিণ সুরমা থেকে সংবাদদাতা জানান, ২৯ এপ্রিল শনিবার দুপুরে তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ও বালাগঞ্জের সদর ইউনিয়নে এ ধান কাটায় অংশ নেন।এ সময় এমপি হাবিব বলেন, দেশব্যাপী বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে অনেক অসহায় কৃষক শ্রমিক ও অর্থসংকটে ধান কাটতে পারছেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আ’লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। এতে নেতা-কর্মীরা কৃষকের ধান কেটে দিতে উৎসাহিত হবেন।উৎসবমূখর পরিবেশে ধান কাটার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমার ইউএনও নুসরাত লায়লা নীরা, বালাগঞ্জের ইউএনও রোজিনা আক্তার, দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, বালাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া ফেরদৌস, দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার রাজিব হোসেন, বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ আশিকুর রহমান, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জাহেদ আলী, বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক আলাল মিয়া, আ’লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, রাসেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঞ্জুর আলীসহ আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।