আজমিরীগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করছে পুলিশ। ১৭ মে বুধবার পৌরসভার টানবাজারস্থ স্বপ্ন ছোঁয়া শিল্পালয় থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হল, পৌর এলাকার সরাফ নগর গ্রামের নিখিল বণিকের পুত্র গৌতম বণিক (৪৮), আজিমনগর গ্রামের মঞ্জিল মিয়ার পুত্র জুনায়েদ মিয়া (৪৭) এবং শরীফ নগর (নতুনবাড়ি)র গ্রামের মৃত নুর উদ্দিন মিয়ার পুত্র আতাউর রহমান (৩৮)।এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৮৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, ট্যাবলেট বিক্রির নগদ ১০ হাজার ৮’শ টাকা ও মাদক বহনের ব্যবহৃত হোন্ডা কোম্পানির এক্স ব্লেড মডেলের মোটর সাইকেল জব্দ করা হয়।আজমিরীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টায় আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, পৌর এলাকার টানবাজারস্থ অপু দাসের মালিকানাধীন স্বপ্ন ছোঁয়া শিল্পালয় থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে।ওসি মাসুক আলী জানান, অভিযান পরিচালনা করে ৮৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।