প্রধানমন্ত্রীর দপ্তরে দায়িত্ব পেয়ে কুলাউড়া উন্নয়নকে এগিয়ে নিয়েছি :আবু জাফর রাজু

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২, কুলাউড়ার কৃতীসন্তান মোহাম্মদ আবু জাফর রাজু বলেছেন, প্রধানমন্ত্রীর দফতরে দায়িত্ব পাওয়ায় আমি কুলাউড়ার উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি। এরই ধারাবাহিকতায় আমি দায়িত্বকালীন সময়ে কুলাউড়া উপজেলার যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যার সমাধান করে এই এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে পেরেছি। আর এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিন¤্র কৃতজ্ঞতা জানাই।কুলাউড়া থেকে সংবাদদাতা জানান, ২৯ মে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান এবং পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন।ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলীর পরিচালনায় এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ ও ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।

প্রধান অতিথি’র বক্তব্যে আবু জাফর রাজু আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কুলাউড়ার উন্নয়ন পরিকল্পনা সমন্বিত প্রচেষ্টায় বাস্তবায়ন করতে সচেষ্ঠ হবেন। তিনি আগামীতে কুলাউড়া শহরের রাস্তাকে ৪ লেনে উন্নীত করে যানজটমুক্ত একটি সুন্দর শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় উন্নয়নে পিছিয়ে পড়া কুলাউড়ার বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. আব্দুছ ছালেক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার, শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, কুলাউড়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এম নাজমুল হক তারেক, বনবিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন, ইউআরসি ইন্সট্রাক্টর মুহিব উল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মহসিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, জাফর আহমদ গিলমান, ওয়াদুদ বখস, খলিলুর রহমান, আব্দুল মালিক, মোছাদ্দিক আহমদ নোমান, আজিজুর রহমান মনির, আব্দুর রব মাহবুব, মুহিবুল ইসলাম আজাদ, সাংবাদিক মাহফুজ শাকিল প্রমুখ।

You might also like