ছাতকে ব্রিজ একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমি’তে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি একাডেমির হলরুমে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় মোট তিনটি গ্রুপে ৬০টি প্রকল্প নিয়ে শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।এসময় একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ এর ভাইস প্রিন্সিপাল মহিম উদ্দিন, পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক মোস্তাবুর রহমান মোস্তাক, গোন্দিগঞ্জ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আতাউর রহমান, হাফিজ আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র দত্ত, আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়দুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, চলমান বিজ্ঞান, প্রাত্যহিক জীবন, বিভিন্ন সমস্যা এবং টেকসই আগামীর অস্তিত্ব নিয়ে শিক্ষার্থীদের জ্ঞানগর্ভ উপস্থাপনা, তাদের উপস্থাপিত প্রকল্পগুলো আমাদের বিস্মিত ও মুগ্ধ করেছে। যা নতুন কারিকুলাম এর সাথে সামঞ্জস্যপূর্ণ। বক্তারা আরো বলেন এ ধরনের বিজ্ঞান মেলা আমাদের নিজ নিজ বিদ্যালয়ে আয়োজন করা হবে।সভাপতির বক্তব্যে ব্রিজ একডেমি’র প্রিন্সিপাল মোস্তাক আহমেদ বলেন, ব্রিজ একাডেমির প্রতিষ্টাতা ও চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আইয়ুব করম আলীর ঐকান্তিক প্রচেষ্টার কথা কৃতজ্ঞতার সাথে স্মরন করেন। এ মেলায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। অন্য দিকে শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকরাও এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনে একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। শেষে বিজ্ঞান মেলায় বিজয়ী গ্রুপ শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট বিতরণ করেন অতিথিবৃন্দ।

You might also like