গ্রেনেড উদ্ধার করলো পুলিশ নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট শহরতলীর চা বাগানের পাশের সড়ক থেকে একটি তাজা গ্রেণেড উদ্ধার করা হয়েছে।৪ জুন রোবববার রাতে স্থানীয় লোকজনের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেণেডটি উদ্ধার করে পুলিশ। পরে ৫ জুন সোমবার সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম গ্রেণেডটি নিস্ক্রিয় করে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন।ওসি জানান, গত রবিবার রাতে মালনীছড়া চা বাগান সংলগ্ন রাস্তার পাশে একটি গ্রেনেড পড়ে থাকতে দেখে জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দেন স্থানীয় লোকজন।খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রেণেডটি উদ্ধার করে। গ্রেণেডটি তাজা ছিল।ধারণা করা হচ্ছে গ্রেণেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। সোমবার সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম এসে গ্রেণেডটি নিস্ক্রিয় করে।

You might also like