এক খন্ড “অমরাবতি ” থাকছে সিলেটের শহীদ স্মৃতি উদ্যানে

আনসার আহমেদ উল্লাহ
কন্ট্রিবিউটিং এডিটর,সত্যবাণী

সিলেট : সিলেট অমরাবতির সিলেট চাপ্টারের অন্যতম কর্ণধার ডাঃ খূর্শিদা তাহমিন শিমু ও আহমেদ জিন্নুন দারা জানালেন যে, বাংলাদেশ শহীদ স্মৃতিউদ্যান কর্তৃপক্ষ ‘অমরাবতি’র জন্য ওখানকার সংযোগ সড়কে গাছ লাগানোর জন্য বরাদ্দ করে রেখেছেন।সংবাদটি অমরাবতির জন্য একদিকে যেমন সুখকর, তেমনি মাইল ফলক ও বটে। তারা ধন্যবাদ জানিয়েছেন কর্নেল আব্দুস সালাম বীর প্রতীককে যার নেতৃত্বে উদ্যানটি স্থাপিত হয়। তিনি এমন এক মানুষ যিনি কথায় নয় কাজে বিশ্বাসী। তিনি দেশে-বিদেশে সরকারী দায়িত্ব পালন করছেন সুচারুরোপে। নিরলস কাজ করে যাচ্ছেন। সিলেট কিডনি ফাউন্ডেশন পরিচালনার কাজ সহ অন্যান্য কাজের জন্য সিলেট আসলে বাংলাদেশ শহীদ স্মৃতিউদ্যান এর সৌন্দর্য বর্ধনে সময় দেন। তাঁরই স্নেহ ছায়ায় বৃক্ষরোপনের জন্য শহীদ স্মৃতিউদ্যানে একখন্ড অমরাবতি কম কিসের ? কর্ণেল সালাম সাহেবের সাথে কৃতজ্ঞতার সাথে অমরাবতি আরো ধন্যবাদ জানিয়েছে ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম বাসন সহ সংশ্লিষ্ট অন্যান্যদের।এখানে আরো উল্লেখ্যে যে,ইতিপূর্বে অমরাবতি কয়েকটি ফুল ও বনজ গাছ লাগিয়েছিলো। লাগানো গাছগুলো সবই জীবন্ত রয়েছে।পরিশেষে ‘অমরাবতি’ সিলেট চাপ্টারের সকল সদস্য/সদস্যা ও প্রতিনিধিবৃন্দের কাছে বিশেষ আবেদন আগামী ২৩শে জুন শহীদ স্মৃতিউদ্যানের সংযোগ সড়কে একখন্ড অমরাবতিতে গাছ লাগানোর কার্যক্রমকে এগিয়ে নিতে সবার সক্রিয় অংশ গ্রহণে বর্ণিল হয়ে উঠুক একখন্ড ‘অমরাবতি’।

You might also like